ওয়ার্ডপ্রেস প্লাগিন install এবং Active – ওয়ার্ডপ্রেস থিম

0
ওয়ার্ডপ্রেস প্লাগিন

প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয়ই আশা করি ভাল আছেন আমি তোমাদের দোয়ায় খুবই ভালো আছি আমি তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি আশা করি এটি তোমাদের খুবই ভালো লাগবে আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগিন সম্পর্কে আরো জানতে দেখুন।

ওয়ার্ডপ্রেস প্লাগিন কি এবং কিভাবে কাজ করে?

আপনারা যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করে থাকেন তাদের জন্য প্লাগিন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এগুলো দিয়ে আপনি ওয়েবসাইটের বিভিন্ন রকম সিকিউরিটি দিয়ে রাখতে পারবেন কিংবা আপনার ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন কিংবা আপনি বিভিন্ন রকম আপনার পছন্দের মত ওয়েবসাইট কাস্টমাইজেশন করতে পারবেন।

কিভাবে ওয়ার্ডপ্রেস প্লাগিন ইন্সটল করব?

এখন আমি আপনাকে দেখাতে চাচ্ছি আপনি যদি আপনার ওয়েবসাইটের মধ্যে Plugin ইনস্টল করতে চান সেই ক্ষেত্রে কিভাবে করবেন বিস্তারিত আমি স্ক্রিনশট সহকারে দেখিয়ে দেবো চলুন জেনে নেওয়া যাক।

ওয়ার্ডপ্রেস প্লাগিন

#১. প্রথমেই আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লগইন করুন।

ওয়ার্ডপ্রেস প্লাগিন

#২. এরপর আপনার ওয়েবসাইটের ড্যাশবোর্ড হয়ে যাবেন এখানে ক্লিক করুন এবং প্লাগিন নামের অপশনে ক্লিক করে এড নিউ প্লাগিন এ ক্লিক করুন।

ওয়ার্ডপ্রেস প্লাগিন

#৩. এরপর Search Plugin নামের অপশন দেখতে পাবেন এখানে আপনি যে প্লাগিনটি ইন্সটল করতে চান এর নাম লিখুন এবং ইন্টার বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি নিচে পেয়ে যাবেন এবং এখানে ইন্সটল বাটন রয়েছে এখানে ক্লিক করে অপেক্ষা করুন।

ওয়ার্ডপ্রেস প্লাগিন

#৪. Plugin টি সম্পূর্ণভাবে ইন্সটল হয়ে গেলে এক্টিভেট নামের বাটন দেখতে পাবেন এর উপরে ক্লিক করার সাথে সাথে আপনার ওয়েবসাইট এর মধ্যে ব্যবহার করতে পারবেন এবং আপনি আপনার মত করে যে কোন কিছু করতে পারবেন।

কিভাবে ওয়ার্ডপ্রেস প্লাগিন এক্টিভেট করব?

এখন আমি আপনাদের শর্টকাট এর মধ্যে কিভাবে প্লাগিন এক্টিভেট কিংবা ইন্সটল করতে হয় এই লিস্ট করে দিচ্ছে নিচে আপনি যদি জানতে আগ্রহ করেন অবশ্যই দেখুন।

  • প্রথমে ওয়ার্ডপ্রেস লগইন করুন।
  • এরপর ড্যাশবোর্ড গিয়ে প্লাগিন এর উপরে এর উপরে ক্লিক করে অ্যাড নিউ তে ক্লিক করুন।
  • এরপর এখানে একটি সার্চ অপশন দেখতে পাবেন এখানে আপনার পছন্দের প্লাটি নাম লিখে ইন্টার বাটনে ক্লিক করুন এরপর ইন্সটল বাটনে ক্লিক করুন।
  • এরপরে Active বাটনে ক্লিক করুন।

কিভাবে ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল করব এবং ব্যবহার করব?

এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আপনি আপনার ওয়ার্ডপ্রেস এর মধ্যে থিম ইন্সটল করবেন এবং কিভাবে সেটি একটিভেট করবেন আপনি যদি জানতে আগ্রহ করেন অবশ্যই নিচে লক্ষ্য করুন স্ক্রিনশট সহকারে দেওয়া হয়েছে।

#১. প্রথমত আপনার ওয়েবসাইট ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে লগইন বাটনে ক্লিক করুন।

ওয়ার্ডপ্রেস প্লাগিন

#২. এরপর ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড রয়েছে এর উপরে ক্লিক করে থিমস অপশনে ক্লিক করে এড নিউ তে ক্লিক করুন।

ওয়ার্ডপ্রেস প্লাগিন

#৩. এরপর আপনি যে থিমস ইনস্টল করতে চান এর নাম লিখে ইন্টার বাটনে ক্লিক করুন।

ওয়ার্ডপ্রেস প্লাগিন

#৪. সম্পূর্ণভাবে ওয়ার্ডপ্রেস থিমস ইন্সটল হয়ে গেলে এক্টিভেট বাটনে ক্লিক করুন।

প্রয়োজনীয় ওয়ার্ডপ্রেস প্লাগিন

আপনার ওয়েবসাইটের জন্য যে প্রয়োজনীয় প্লাগিনগুলো হয়েছে এখন আমি সেগুলো সম্পর্কে আপনাদের জানাবো আপনি যদি জানতে আগ্রহ করেন অবশ্যই নিচে লক্ষ্য করুন।

১। Elementor

ওয়ার্ডপ্রেস প্লাগিন

আপনি যদি আপনার মনের মত করে আপনার ওয়েবসাইট ডিজাইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এলিমেন্টর বিল্ডার ব্যবহার করতে হবে এরপর আপনি যেভাবে চাইবেন সেভাবেই আপনি খুব সহজে আপনার ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন বিশেষ করে লেন্ডিং পেইজ তৈরি করার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২। All in One SEO

ওয়ার্ডপ্রেস প্লাগিন

আপনি যদি ওয়েবসাইট এসইও করতে চান তাহলে এই প্লাগিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই প্লাগিন এর মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের কন্টেন্ট SEO করতে পারবেন এছাড়া এখানে আপনি একটি ভালো আইডিয়া পাবেন কিভাবে আপনার ওয়েবসাইটের কনটেন্ট এসইউ করলে আপনি খুব দ্রুত রেংকিং এ আসতে পারেন এজন্য WordPress SEO Plugin আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৩। WooCommerce

ওয়ার্ডপ্রেস প্লাগিন

আপনি যদি অনলাইনে বিজনেস শুরু করেন তাহলে অবশ্যই আপনার একটি ওয়েবসাইট টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ সে ক্ষেত্রে আপনি যদি ই-কমার্স ওয়েবসাইট তৈরি করেন তাহলে এই প্লাগিনটি আপনার ওয়েবসাইটের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ এই ই-কমার্স ওয়েবসাইটের প্রয়োজনীয় সকল ইনফরমেশন গুলো আপনি সুন্দরভাবে সাজাতে পারবেন এ প্লাগিন এর মাধ্যমে।

৪। Akismet

ওয়ার্ডপ্রেস প্লাগিন

আমাদের ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকম স্পাম হয়ে থাকে আপনি যদি আপনার ওয়েবসাইট কে সম্পূর্ণভাবে ভাইরাস থেকে মুক্ত রাখতে চান তাহলে এই প্লাগিন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

৫। UpdraftPlus

ওয়ার্ডপ্রেস প্লাগিন

যদি আপনার একটি ওয়েবসাইটের ব্যাকআপ রাখতে চান কিংবা আপনি যদি একটি ফুল ওয়েবসাইট ব্রেকআপ করে হুবহু ডিজাইনটি অন্য আরেকটি ওয়েবসাইটের মধ্যে নকল করতে চান তাহলে প্লাগিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ খুব সহজেই এক ক্লিক এর মধ্যে আপনি আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সকল ফাইলস ফটো এবং ভিডিও ইত্যাদি ব্যাকআপ নিতে পারবেন।

আমাদের কিছু কথা!

বন্ধুরা এই আর্টিকেল এর মাধ্যমে আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি ওয়ার্ডপ্রেস প্লাগিন এবং থিমস সম্পর্কে আপনাদের বিস্তারিত তথ্য গুলো জানানো অবশ্যই আপনারা জানতে পেরেছেন এ ছাড়া আপনি যদি আরো ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল সম্পর্কে জানতে আগ্রহ করেন আমাদের সাথে কানেক্টেড থাকুন এবং আর্টিকেলটি যদি আপনার ভালো লাগে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ।

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *