ডার্ক মোড করার নিয়ম (ফেসবুক, মেসেঞ্জার, গুগল, প্লে স্টোর)

ডার্ক মোড করার নিয়ম
প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন নিশ্চয় আশা করি ভাল আছেন আমি তোমাদের দোয়ায় ভাল আছি আমি তোমাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আজকের আলোচনার মূল বিষয়টি হচ্ছে ডার্ক মোড করার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে দেখুন।
কিভাবে ফেসবুক ডার্ক মোড করব?
আপনি যদি Facebook dark mode করতে চান সেই ক্ষেত্রে কিভাবে করবেন এখন আমি বিস্তারিত নিয়ম গুলো দেখিয়ে দেবো নিচে লক্ষ্য করুন।

- প্রথমে ফেসবুকে ওপেন করুন এরপর আপনি আপনার ফেসবুকের প্রোফাইল এর আইকন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।

- এরপর সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামের অপশন দেখতে পাবেন এর উপরে ক্লিক করুন যদি বুঝতে অসুবিধা হয় উপরে স্ক্রিনশটে দেখে নিতে পারেন।

- এরপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসুন এরপর দেখতে পাবেন ডার্ক মোড নামের অপশন এখানে ক্লিক করুন।

- ডার্ক মোড যদি অফ থাকে এটি অন করে দিন যদি অবশ্যই ওপরের স্ক্রিনশট দেখে নিন।
কিভাবে ফেসবুক মেসেঞ্জার ডার্ক মুড করে?
কিভাবে ফেসবুক মেসেঞ্জারে অ্যাপস ডার্ক মোড চালু করে আমি এখন নিয়মটি স্ক্রিনশট সহকারে নিচে দেখিয়ে দেওয়া হয়েছে লক্ষ্য করুন।

- প্রথমে মেসেঞ্জার অ্যাপস ওপেন করুন এরপর আপনি থ্রি ডট মেনু দেখতে পাবেন এর উপরে ক্লিক করুন।

- ফেসবুক মেসেঞ্জার সেটিংস অপশন দেখতে পাবেন এর উপরে ক্লিক করুন যদি না বুঝেন উপরে স্ক্রিনশট এর মধ্যে মার্ক করে দেওয়া হয়েছিল লক্ষ্য করুন।

- এরপর ডার্ক মোড নামের অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।

- যদি ডার্ক মোড অফ করা থাকে তাহলে অন করে দিন এরপর আপনার মেসেঞ্জার ডার্ক মোড হয়ে যাবে।
কিভাবে গুগল সার্চ ইঞ্জিন ডার্ক মোড করবো?
আপনি যদি google এ সার্চ করে কোন কিছু দেখতে চান যদি লাইট মোড ভার্সনটি আপনার ভালো না লাগে সে ক্ষেত্রে কিভাবে ডার্ক মোড করবেন এই বিষয়টি দেখিয়ে দেওয়া হয়েছে নিচে দেখুন।

- প্রথমে google এ কিছু লিখে সার্চ করুন এরপর আপনি উপরে থ্রি ডট মেনু দেখতে পাবেন এখানে ক্লিক করুন।

- এরপর একটু স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখতে পাবেন ডার্ক থিমস এর উপরে ক্লিক করে অন করে দিন।
কিভাবে গুগল ক্রোম ব্রাউজার ডার্ক মোড করব?
আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার অ্যাপস লাইট মোড থেকে সরাসরি ডার্ক মোড করতে চান সেই ক্ষেত্রে কিভাবে করবেন বিস্তারিত নিচে দেখিয়ে দেওয়া হয়েছে দেখুন।

প্রথমে আপনার ফোনের মধ্যে google ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করুন এরপর উপরে তিনটি ডট ডট অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করুন।

এরপর একটু নিচে আসলে দেখতে পাবেন সেটিংস নামের অপশন এখানে ক্লিক করুন।

এরপর আর একটু নিচে আসলে আপনি দেখতে পাবেন থিমস নামের অপশন এখানে ক্লিক করুন।

এরপর আপনি ডার্ক নামের যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করুন এরপর আপনার ক্রোম ব্রাউজার ডার্ক মোট হয়ে যাবে।
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেলটি এর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করেছি যেকোনো কিছু ডার্ক মোড কিভাবে করতে হয় এই বিষয়টি নিয়ে যদি আপনার ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।
ডার্ক মোড সংক্রান্ত আপনি যদি আরো তথ্য জানতে ইচ্ছে করে থাকেন আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আর্টিকেলটি ভালো লাগলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ।